নোয়াখালীতে ২ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের ৮০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২০

নোয়াখালীতে ২ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের ৮০ হাজার টাকা জরিমানা

ফখরুদ্দিন মোবারক শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারে ফেস মাস্কের প্যাকেটের গায়ে মূল্য না থাকা ও অতিরিক্ত মূল্যে বিক্রি করা এবং অননুমোদিত ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার দায়ে দুই ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানাকৃত ফার্মেসি গুলো হচ্ছে- চৌমুহনী বাজারের ইসলামিয়া সার্জিক্যাল ৭০ হাজার টাকা ও ফেয়ার সার্জিক্যাল ফার্মেসিকে ১০ হাজার টাকা। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ও ড্রাগ আইন ১৯৪০ এর বিধান অনুযায়ী এ অর্থদন্ড করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান খান। এ সময় আদালত পরিচালনায় সহযোগিতা করেন, সহকারী পরিচালক মাসুদুজ্জামান খান, ওষুধ প্রশাসন অধিদপ্তর নোয়াখালী ও সহকারী পরিচালক কাওছার আহমেদ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest