আলোকিত মানুষ হতে গেলে আলোকিত মা হতে হবে আন্তর্জাতিক নারী দিবসে শম্ভু, এমপি

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২০

আলোকিত মানুষ হতে গেলে আলোকিত মা হতে হবে আন্তর্জাতিক নারী দিবসে শম্ভু, এমপি
আলোকিত সময় ডেস্কঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অগ্রগামী মিডিয়া ভিশন-এর উদ্যোগে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে ১০ই মার্চ-২০২০ ইং তারিখ বিকালে আলোচনা সভা ও ১০০ জন আলোকিত নারীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক উপ-মন্ত্রী এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ এমপি বলেন, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে এবার আন্তর্জাতিক নারী দিবস ভিন্ন মাত্রা পেয়েছে। সরকার এবার এক লক্ষ নতুন নারী উদ্যোক্তা সৃষ্টি করবে এবং পঞ্চাশ লক্ষ নারীকে তথ্য প্রযুক্তির প্রশিক্ষণ দিয়ে সাবলম্বী করে গড়ে তুলবে। নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য নারীদেরকেই এগিয়ে আসতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিন ক্ষমতায় আসার পর থেকে নারীদের সকল ক্ষেত্রে ক্ষমতায়ন ও উন্নতি হয়েছে। তারা এখন সারা বিশ্বের বিস্ময় হিসেবে নিজেদেরকে আবির্ভূত করেছে। এদেশের এখন নারীরা সকল সূচকে এগিয়ে আছে। আপনারা নিশ্চয়ই লক্ষ করেছেন প্রধানমন্ত্রীর পাশাপাশি আমাদের স্পীকার, বিরোধী দলীয় নেতা ও শিক্ষা মন্ত্রীসহ বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনায় নারীদের ভূমিকা বিশ্ববাসীর কাছে নতুন গ্রহনযোগ্যতা পেয়েছে।
নারী ও শিশু নির্যাতনসহ বিচ্ছিন্ন কিছু ঘটনা রয়েছে যার আরো কমে আসবে বলে আমরা বিশ্বাস করি। মাহজেবিন শিরীন পিয়ার সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন সাবেক সেনা প্রধান ও রাষ্ট্রদূত লে. জে. এম. হারুণ-অর-রশিদ, বীর প্রতীক, (অব.), বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী, মানবাধিকার নেত্রী ও লেখিকা কল্যাণী দেব চৌধুরী ও জনতা ইন্টারন্যাশনাল ক্লাব ঢাকা-১-এর সাধারণ সম্পাদক রোটারিয়ান মায়া কবির। এছাড়াও বক্তব্য রাখেন নারী নেত্রী মাধবী দেবনাথ, লক্ষ্মী গোস্বামী, রেহানা পারভীন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি এ এম গোলাম ফারুক মজনু। অনুষ্ঠান পরিচালনা করেন আনোয়ার হোসেন অপু। আলোচনা শেষে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১০০জন নারীকে বিশেষ স্মারক সম্মাননা প্রদান করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। এছাড়াও কৃতি ছাত্র/ছাত্রীদের মাঝে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, সহযোগী অধ্যাপক রাহিলা হাশেম, অধ্যাপিকা সুলতানা নাসরিন শেলি, অচেনা চাকমা, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. এস.এম. আনোয়ারা বেগম, সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সৈয়দ শিহাব রহমান, মোঃ মিরাজ হোসেন, মোঃ রাসেল হোসেন, সালমা আক্তারসহ প্রমুখ।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest