ঢাকা ৮ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০০ পূর্বাহ্ণ, আগস্ট ১৭, ২০১৯
খাদেমুল মোরসালিন শাকীর (নীলফামারী) থেকেঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ইসলামী ব্যাংক এজেন্ট শাখার উদ্বোধন উপলক্ষে উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের সম্মেলন কক্ষে সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,কিশোরীগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক ড. মোঃ খায়রুল আনাম,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- দিনাজপুর খানসামা উপজেলার ইসলামী ব্যাংক শাখার ব্যবস্থাপক মাহবুব আলম,শিশু নিকেতন স্কুল ও কলেজের ভকেশনাল শাখার সিনিয়র শিক্ষক আখতারুজ্জামান বাদল,শ্রমিক নেতা মঞ্জুরুল ইসলাম রতন,কিশোরগঞ্জ শাখা ব্যবস্থাপক মাহবুব আলম,কিশোরগঞ্জ দোকান মালিক সমিতির সহঃসাধারণ সম্পাদক আব্দুল ওয়ারেছ ও হাসান আলী প্রমূখ। বক্তার কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার পাশাপাশি ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ শাখা কিশোরগঞ্জ উপজেলায় নিয়ে আসার জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানান।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST