এনামুল হক বাউফল পটুয়াখালী প্রতিনিধিঃ- ‘নিজে বাঁচুন, অন্যকে বাঁচতে সহায়তা করুন’ এই শ্লোগানকে সামনে রেখে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদের সরকারী প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ আসম ফিরোজ এমপির নেতৃত্বে পৌর শহরে প্রচারপত্র বিতরণ করা হয়। এসময় উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার, ভাইস চেয়ারম্যান মোসারেফ হেসেন খানসহ উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ,যুবলীগ, ও সকল সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মীরা তার সাথে উপস্থিত ছিলেন। এ সময় তিনি করোনা ভাইসার প্রতিরোধে সকল কে সচেতনতার সাথে চলার আহব্বান যানান।