ঢাকা ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২০
শফিকুল ইসলাম শামিম, উজিরপুর প্রতিনিধিঃ উজিরপুর উপজেলার ওটরা উইনিয়নের শহীদুল ইসলাম মোল্লার পুত্র মোঃ শরিফুল ইসলাম মোল্লা (২৮) রাজারবাক পুলিশ কনস্টেবল হিসেবে দায়িত্বরত অবস্থায় ছিলেন। গতকালকে তিনি তাহার পরিবার ও স্বজনদের সাথে দেখা করতে নিজ এলাকায় আসেন।পরে তিনি প্রয়োজনীয় কাজে মোটর সাইকেল নিয়ে বেড় হন। পথি মধ্যে রাস্তার মাঝখানে বালুর ড্রেজারের পাইপের সাথে ধাক্কা খেয়ে রাস্তার পাশে পড়ে যান। স্থানীয় লোকজন এসে তাহাকে উদ্ধার করে তাকে উজিরপুর থানা পুলিশের সহযোগিতায় বরিশাল শেরে বাংলা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। ঢাকা মেডিকেলে চিকিৎসা চলছিল। এরই মধ্যে শরিফুলের অবস্থার আরো অবনতি হয় এবং ডাক্তার মৃত্যু ঘোষণা করেন। তিনি মা, বাবা, স্ত্রী এবং একটি কন্যা সন্তান রেখে যান। এনিয়ে পরিবার স্বজন ও এলাকায় একটি শোকের ছায়া বিরাজ করছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST