হিলি স্থলবন্দর দিয়ে বন্ধ রয়েছে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি

প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, মার্চ ১৭, ২০২০

হিলি স্থলবন্দর দিয়ে বন্ধ রয়েছে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি

মোঃ লুৎফর রহমান,হিলি(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বন্ধ রয়েছে বাংলাদেশ ও ভারতের সাথে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বন্দরের ব্যবসায়িরা এই সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন রাজ জানান, আজ সারাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত দিবস উদযাপন করা হচ্ছে। একারণে সরকারী ছুটি থাকায় হিলি স্থলবন্দরের ব্যবসায়িরা পণ্য আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ রাখার সিন্ধান্ত নেয়। ফলে আজ সকাল থেকে এই স্থলবন্দর দিয়ে সব ধরণের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। কাল বুধবার থেকে পুনরায় শুরু হবে বন্দরের সকল কার্যক্রম। এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট কার্যালয় সুত্র জানায়, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট সরকারী ছুটির আওতামুক্ত থাকায় এই দুই দেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest