রাজশাহীতে প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও শিশু দিবস পালন

প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২০

রাজশাহীতে প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও শিশু দিবস পালন
ওমর ফারুক, ব্যুরো প্রধান, রাজশাহী: বাংলাদেশের স্বাধীনতার স্থপতি ও শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাজশাহীতে প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ১৭ মার্চের প্রথম প্রহরে রাজশাহী কোর্ট শহীদ মিনারে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপস্থিত হিলেন, আরএমপি’র পুলিশ কমিশনার মোঃ হুমায়ুন কবির বিপিএম, পিপিএম মহোদয়। পরে জেলা প্রশাসন এর উদ্যোগে বঙ্গবন্ধুর জীবনীর উপর লেখা বইয়ের মোড়ক উম্মোচন এবং বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এ সময় রাজশাহী রেঞ্জের ডিআইজিএ একে এম হাফিজ আক্তার বিপিএম(বার), রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) সালমা বেগম, রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক, জেলা পুলিশ সুপার শহীদুল্লাহসহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest