ঢাকা ৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২০
ব্যুরো প্রধান, রাজশাহী: রাজশাহীর বাগমারায় পারিবারিক কলহের জের ছোট ভাইয়ের হাতে বড় ভাই নাজিদুল ইসলাম (২৫) খুন হয়েছেন। এ ঘটনায় নিহতের বড় ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে হত্যাকারি মুকিদুল ইসলামসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে এই হত্যকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে। জানা গেছে, মৃত আজগর আলীর দুই পক্ষের সন্তান নাজিদুল এবং মুকিদুলের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরে ঘটনার এক পর্যায়ে নাজিদুল বাসুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যারয় সংলগ্ন মোড়ে চা পান করতে যাচ্ছিলেন। সেই সময় পূর্বে থেকে হাতে ছুরি নিয়ে নাজিদুলের উপরে আক্রমন করে। এতে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থালে তার মৃত্যু হয়। পরে বাগমারা থানা পুলিশে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসাপাতালে পাঠায়। বাগমারা থাকার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বলেন, ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ রামেকে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ ওসি আতাউর রহমান বলেন, খুনের ঘটনা ঘটেছে। থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST