ঢাকা ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ লুৎফর রহমান, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের হাকিমপুরে (হিলি) মাদক বিরোধী অভিযানে ৬৫ বোতল ফেন্সিডিলসহ একজন মহিলাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আটককৃত মহিলা ফেন্সিডিল ব্যবসায়ী বগুড়া সদর থানার হাজরা দিঘি বানিয়াপাড়া গ্রামের দুলাল মিয়ার স্ত্রী বানু বেগম (৪৭)। আজ মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১ টায় হাকিমপুর-ঘোড়াঘাট সড়কের পালপাড়া নামক স্থানে অটোবাইক থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। থানা সুত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে অফিসারসহ সঙ্গী ফোর্স নিয়ে পালপাড়া সড়কে অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে অটোবাইক থেকে বানুকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৬৫ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। গ্রেপ্তারকৃত বানুর বিরুদ্ধে প্রচলিত মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে তাকে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST