মুজিববর্ষে পাঁচ বিদেশি অতিথির ভিডিও বার্তাঃ

প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২০

মুজিববর্ষে পাঁচ বিদেশি অতিথির ভিডিও বার্তাঃ
আলোকিত সময় ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৭ মার্চ) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের জন্য পাঁচ বিদেশি অতিথি ভিডিও বার্তা পাঠিয়েছেন। তারা হলেন- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারি, ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) মহাসচিব ইউসুফ বিন আহমেদ আল-ওথাইমান। তাদের পাঠানো ভিডিও বার্তাগুলো ইতোমধ্যে জাতীয় বাস্তবায়ন কমিটির কাছে হস্তান্তর করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব ভিডিও বার্তা মুজিববর্ষের আজকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রচার করা হবে। মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বিভিন্ন দেশের অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে মুজিববর্ষের উদ্বোধন অনুষ্ঠান সংক্ষিপ্ত করার ঘোষণা দেয়া হয়। সেই সঙ্গে জানানো হয়, এই অনুষ্ঠানে আমন্ত্রিত বিদেশি অতিথিরাও আপাতত আসবেন না।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest