নওগাঁয় ৮৮ জন হোম কোয়ারেন্টাইনে

প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২০

নওগাঁয় ৮৮ জন হোম কোয়ারেন্টাইনে

মোঃ ফিরোজ হোসেন, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় ৮৮ জন হোম কোয়ারেন্টাইনে নওগাঁয় বিদেশ থেকে আসা ৮৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে । মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নওগাঁ সদর হাসপাতালের সিভিল সার্জন জনাব মোঃ আখতারুজ্জামান আলাল।জানাগেছে, গত কয়েকদিনে বিভিন্ন দেশ থেকে আসা ৮৮ জনকে বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্য নওগাঁ সদরে ৯ জন, রানীনগরে ২, আত্রাইয়ে ২৪, মহাদেবপুরে ৮, মান্দায় ২, বদলগাছিতে ১৩, ধামইরহাটে ১, পত্নিতলায় ২, নিয়ামতপুরে ৫ ও সাপাহারে ২২ জন। তাদের নির্দিষ্ট সময় পর্যন্ত বাড়িতে অবস্থানের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।সিভিল সার্জন জনাব মোঃ আখতারুজ্জামান আলাল জানান, সব সময় তাদের দেখভাল করা হচ্ছে। তাদেরকে বাইরে ঘোরাফেরা না করে বাড়িতে অবস্থানের পরামর্শ দেয়া হচ্ছে। আশঙ্খাজনক তেমন কেউ নাই। ১৪ দিনের মধ্যে যদি তাদের শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয় তাহলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest