ঢাকা ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২০
মোঃ ফিরোজ হোসেন, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২০ পালিত হয়েছে। এ উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারী, বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন এবং তোপধ্বনী কেক কাটানো, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সোয়া ৮ টায় উপজেলা আ’লীগ ও উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে নজিপুর পৌর শহরের সরদার পাড়ায় অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ সদস্য শহীদুজ্জামান সরকার,ও ইউএনও লিটন সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল গাফফার, ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা ও আব্দুল আহাদ, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক চৌধুরী, নজিপুর পৌরসভার সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা আমিনুল হক, নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী প্রমুখ। অপরদিকে, দুপুরে বাদ জহর নামাযের পর প্রতিটি মসজিদে মসজিদে মিলাদ মাহফিল ও মোনাজাত করা হয়৷
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST