সাংবাদিক রিগ্যানের ওপর অমানবিক নির্যাতনের প্রতিবাদে জলঢাকায় মানববন্ধন

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২০

সাংবাদিক রিগ্যানের ওপর অমানবিক নির্যাতনের প্রতিবাদে জলঢাকায় মানববন্ধন

হারুন অর রশিদ(রিয়াদ), জলঢাকা(নিলফামারী)প্রতিনিধিঃ টাস্কফোর্স অভিযানের নামে মধ্যরাতে ঘরের দরজা ভেঙে বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যানকে তুলে নিয়ে শারীরিক নির্যাতন করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল দেওয়ায় নীলফামারীর জলঢাকায় সাংবাদিক ঐক্য পরিষদের আয়োজনে মানব্বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে স্থানীয় জিরোপয়েন্ট মোড়ে ঘন্টাব্যাপী মানব্বন্ধনে সাংবাদিক আরিফুল ইসলামের উপর শারীরিক নির্যাতন ও মিথ্যা মামলা দেওয়ায় ডিসি সুলতানা পারভীন ও তার সহযোগিদের শুধু অপসারণ নয় বরং দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন, জলঢাকা সম্মিলিত সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ মাহবুবর রহমান (মনি),সদস্য সচিব ও রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি মৃত্যুঞ্জয় রায়,সাংবাদিক হাসিবুল ইসলাম মিতু,শাহজাহান কবীর লেলিন,মানিক লাল দত্ত,মনিরুজ্জামান লেবু, প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, যুগান্তরের সফিকুল ইসলাম চিনু, মানবজমিনের সানোয়ার হোসেন বাদশা, ভোরের কাগজের কৃষ্ণ চন্দ্র রায়, আজকালের খবরের সফিকুল ইসলাম, ডেইলি বাংলাদেশ টুডের হাফিজুুুর রহমান, খোলা কাগজের আবেদ আলী, আমার সংবাদের ফরহাদ ইসলাম, বর্তমানের রাশেদুজ্জামান সুমন, দাবানলের নাছিমুজ্জামান নাদির, যুগের আলোর মাইদুল হাসান, ভোরের দর্পণের হাসানুজ্জামান হাসান সিদ্দিকী, মানববার্তার এরশাদ আলম, নতুন স্বপ্নের জুয়েল শাহ, একুশের বানীর মশিয়ার রহমান, নওরোজের এনআই মানিক, দৈনিক নাগরিক ভাবনা ও সম্মিলিত সাংবাদিক পরিষদ এসএসপির সদস্য সচিব হারুন অর রশিদ, দৈনক খবরপত্রের রিয়াদুল ইসলামসহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ। একই মানববন্ধনে দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয়। মানববন্ধনের সম্মিলিত সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক মাহবুবুর রহমান (মনি) তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, কুড়িগ্রামর ডিসি সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানের ওপর নির্যাতন চালিয়ে ন্যাক্কারজনক যে ঘটনার জন্ম দিয়েছেন সেজন্য তার দৃষ্টান্তমুলক শাস্তি হওয়া অবশ্যই উচিত বলে আমি মনে করি। সেইসাথে তিনি আরো বলেন, সাংবাদিকের কাজ হচ্ছে সংবাদ সংগ্রহ করা আর এই সংবাদ সংগ্রহ করতে যদি সাংবাদিকদের নির্যাতিত হতে হয় তাহলে অনিয়ম আর দূর্নীতির চিত্র কোথা থেকে ফুটে আসবে তাই এদিকে নজর দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছি।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest