বিদেশ ফেরতদের হোমকোয়ান্টাইনের বাইরে না থাকার নির্দেশ আত্রাইয়ে করোনা সতর্কতায় প্রশাসনের মাইকিং, বিদেশ ফেরতদের হোমকোয়ান্টাইনের বাইরে না থাকার নির্দেশ

প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২০

বিদেশ ফেরতদের হোমকোয়ান্টাইনের বাইরে না থাকার নির্দেশ আত্রাইয়ে করোনা সতর্কতায় প্রশাসনের মাইকিং, বিদেশ ফেরতদের হোমকোয়ান্টাইনের বাইরে না থাকার নির্দেশ
মোঃ ফিরোজ হোসেন, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং এর লক্ষণ দেখা দিলে অতিদ্রুত চিকিৎসকের পরামর্শের পাশাপাশি এটির বিস্তার রোধ ও প্রতিকারের উপায় সম্পর্কে সর্বসাধারণকে সচেতন করতে উপজেলাজুড়ে মাইকিং করছেন উপজেলা প্রশাসন। সেইসাথে বিদেশ ফেরতদের হোম কোয়ান্টাইনের বাইরে বের না হতে ইসলামী জালশা হিন্দুধর্মীয় লীলাকীর্তনসহ লোক জমায়েত হবে এমন অনুষ্ঠান এড়িয়ে চলতে নির্দেশ দেওয়া হয়েছে। জানাযায় , বর্তমানে করোনা ভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে মহামারি আকার ধারণ করলেও বাংলাদেশে চৌদ্দজন ব্যক্তিকে সনাক্ত করা হয়। সারাদেশে একজন রোগী মারা গেলেও এ উপজেলায় হোমকোয়ান্টাইনে থাকা চব্বিশ জনের কাহারো শরীরে করোনা ভাইরাস পাওয়া যায় নি। এছাড়া দশ জনকে তাদের নির্দিস্ট সময় অতিবাহিত করায় ছেড়ে দেয়া হয়েছে এবং নতুন করে কেহ যুক্ত হয় নি। উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম বলেন সরকার এ দেশে এটির বিস্তাররোধে বিদেশ ফেরতদের জন্য হোমকোয়ান্টাইনের ব্যবস্থা করেছেন। যদি কেহ এটি ভঙ্গ করে বা বাড়ী থেকে বের হয় তাহলে তার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সর্বসাধারণের উদ্দেশ্যে বলেন আপনার আশে পাশে কেউ বিদেশ থেকে আসলে হোমকোয়ান্টাইনে থাকার পরামর্শ দিয়ে করোনা প্রতিরোধে প্রশাসনকে সহায়তা করুন।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest