করোনা ভাইরাস প্রতিরোধে মির্জাগঞ্জ ইউএনওর প্রচারাভিযান

প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২০

করোনা ভাইরাস প্রতিরোধে মির্জাগঞ্জ ইউএনওর প্রচারাভিযান
কামরুজ্জামান বাঁধন, বিশেষ প্রতিনিধিঃ করোনা ভাইরাস প্রতিরোধে মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সরোয়ার হোসেনের উদ্যোগে উপজেলা সদর সুবিদখালী বন্দরসহ বিভিন্ন বাজারে জনসচেতনতামূলক প্রচারাভিযান করা হয়েছে। আজ শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা সদর সুবিদখালী বন্দর, মহিষকাটা বাজার ও চৈতা বাজারে এ প্রচারাভিযান কালে করোনা ভাইরাসের অজুহাতে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর কৃত্রিম সংকট সৃষ্টি করে উচ্চমূল্যে বিক্রি না করতেও বিক্রেতাদের অনুরোধ করেন। প্রচারাভিযানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সরোয়ার হোসেন বিভিন্ন দেশ থেকে আসা ব্যক্তিদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার অনুরোধ করেন এবং যারা বিদেশ থেকে ফিরে এসে হোম কোয়ারেন্টাইনে না থেকে নির্দেশনা অমান্য করে হাট-বাজারে ঘোরাফেরা করছেন তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করাসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে বলে হুসিয়ারী দেন। এছাড়াও আজ শনিবার সকাল ১০টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় বিষয়ে ‘বিশেষ বার্তাথ শিরোনামে বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য সম্বলিত ১মিনিট ২৬ সেকেন্ডের একটি ভিডিও পোষ্ট করে তা মেনে চলতে উপজেলাবাসীর প্রতি আহবান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সরোয়ার হোসেন। ভিডিও বার্তায় করোনা ভাইরাস প্রতিরোধে হ্যান্ডস্যানটিইজার দিয়ে বার বার হাত ধুয়ে পরিস্কার রাখা,হ্যান্ডসেক করা বিরত থাকা,জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া, জনসমাগমস্থল এড়িয়ে চলা সহ স্কুল-কলেজের শিক্ষার্থীদেরকে ঘরে অবস্থানের জন্য অভিভাবকদেরকে সজাগ দৃষ্টি রাখার অনুরোধ করেন। ইউএনও সরোয়ার হোসেন বলেন,করোনা ভাইরাস প্রতিরোধে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সচেতনতামূক এ প্রচারাভিযান অব্যাহত থাকবে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest