ঘোড়াঘাটের শিক্ষক রেজাউল বাঁচতে চায়

প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০

ঘোড়াঘাটের শিক্ষক রেজাউল বাঁচতে চায়
মোঃ হাসিম উদ্দিন আঞ্চলিক প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটের ডুগডুগীহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিম বাঁচতে চায়। তিনি র্দীঘ দিন কিডনী রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ২০১৬ সালে তার একটি কিডনী কেটে ফেলা হয়েছে অন্য কিডনী টি ৬০ ভাগ অকেজো হয়ে পড়েছে । দ্রæত ১টি কিডনী সংযোজন দেওয়া প্রয়োজন। পরিবারিক অস্বচ্ছল হওয়ায় কিডনী সংযোজনে অর্থ সংগ্রহ করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। রেজাউল করিম বাচাঁর জন্য সকলের আর্থিক সহযোগিতা কামনা করছেন। (বিকাশ নাম্বরঃ ০১৭৪৫৪৪৯০৮৩/০১৩১১৪৯২৫১২ ,ব্যাংক হিসাব নং-১৮১৯২-৩৪০০৮২৮৮) সোনালী ব্যাংক লিঃ ,ওসমানপুর শাখা,ঘোড়াঘাট, দিনাজপুর।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest