করোনা ভাইরাস ঠেকাতে কিশোরগঞ্জে সব হোটেল ৩১ মার্চ পর্যন্ত বন্ধ

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০

করোনা ভাইরাস ঠেকাতে কিশোরগঞ্জে সব হোটেল ৩১ মার্চ পর্যন্ত বন্ধ
খাদেমুল মোরসালিন শাকীর,রংপুর ব্যুরোঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় চলমান পরিস্থিতির মোকাবেলা করার লক্ষ্যে উপজেলার সকল হোটেল, রেস্তোরা, কোচিং এবং বেশীর ভাগ লোকালয় স্থানগুলো ৩১মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন। সেই সাথে বাজারকে স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের পাশাপাশি ইউপি চেয়ারম্যানগণ থাকবে বাজার মনিটরিংয়ের দায়িত্বে। যেসব পন্যে মূল্য নেই সেই সব পন্যের মূল্য তালিকা প্রত্যেক ব্যবসায়কে তার দোকানে ঝুলে রাখতে হবে। রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে করোনা ভাইরাস প্রতিরোধ শীর্ষক জরুরী সভায় উপরোক্ত সিদ্ধান্ত গ্রহন করা হয়। উপেলার বাহিরে থেকে আসা যে সকল মানুষ কিশোরগঞ্জ উপজেলায় প্রবেশ করবে তাদেরকে বাধ্যতামুলক ১৪দিন হোম কোয়ারাইনন্টাইনে থাকার পরামর্শ দেন উপজেলা পরিষদ। যারা উক্ত আদেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করার সিদ্ধান্ত নেয়া হয়। সভায় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ,উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শফি মাহমুদ,উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ টি এম নূরুল আমিন শাহ,৯ ইউনিয়নের চেয়ারম্যান ও সাংবাদিক নেতৃবৃন্দ।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest