ঢাকা ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০
খাদেমুল মোরসালিন শাকীর, রংপুর ব্যুরোঃ নীলফামারীর ডোমারে কাভার্ড ভ্যানের সাথে রিক্সাভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালকসহ দু’জন নিহত হয়েছে। নিহতরা হলেন সোনারায় ইউনিয়নের জামিরবাড়ী চাকধাপাড়া গ্রামের মৃত অফির উদ্দিনের ছেলে ভ্যানচালক সাইফুল রহমান(৪০) ও হরিনচড়া ইউনিয়নের শালমারা গ্রামের মৃত রফিজ উদ্দিনের ছেলে ভ্যানযাত্রী আজিজার রহমান(৬৫)। শনিবার রাত নয়টার দিকে ডোমার উপজেলার হরিনচড়া ইউনিয়নের ডোমার-নীলফামারী সড়কের কালিতলা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান,দু’জন যাত্রী নিয়ে ব্যাটারী চালিত একটি রিক্সাভ্যান ধরনীগঞ্জ বাজার থেকে লীলাহাটীর দিকে যাওয়ার সময় কালিতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা ডোমার গামী করতোয়া কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানের (চট্ট মেট্রো-শ-১১-০৪৯২)মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। দুর্ঘটনায় গুরুতর আহত অপর ভ্যানযাত্রী আব্দুল হাকিম(৫২)কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান সড়ক র্দুঘটনায় দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST