মোহাম্মদ মাহমুদুল হাসান, বিশেষ প্রতিনিধিঃ মহামারি করোনা সংক্রমণরোধে আগামী ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শপিংমল ও সুপার মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। তবে এই সময়ের মধ্যে ওষুধ, কাঁচাবাজার ও নিত্যপণ্যের দোকান খোলা থাকবে। রোববার (২২ মার্চ) বিকেলে সমিতির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের মহাসচিব জহিরুল হক ভূঁইয়া এই তথ্য জানিয়েছেন। সমিতির সভাপতি মো. হেলালউদ্দীন, মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া ও সিনিয়র সহ-সভাপতি তৌফিক এহসান যৌথ বিবৃতিতে জানান, শপিংমল, সুপারমার্কেটে ক্রেতা, শ্রমিক, কর্মচারী ও মালিকদের মধ্যে করোনার সংক্রমণ এড়াতে এসব দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম না বাড়াতে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান সমিতির নেতারা। এদিকে, বাংলাদেশ দোকান মালিক সমিতির ঘোষণায় বন্ধের তালিকায় ‘সুপার শপ’ (চেইন শপ) থাকলেও এ সংশ্লিষ্ট সংগঠন বলছে, সুপারশপ খোলা থাকবে। তবে জনস্বার্থে সরকার যদি সব দোকান বন্ধের নির্দেশনা দেয়, তাহলে সেটি মেনে নেওয়া হবে।