আলোকিত সময় ডেস্কঃ করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে আগামী ১লা এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। রবিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক জরুরি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। তবে এই পরীক্ষা কবে শুরু হবে তা এপ্রিলের প্রথম সপ্তাহে জানিয়ে দেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এছাড়া আগামী ২৮ মার্চ পর্যন্ত ঢাকা বোর্ড আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রবেশপত্র বিতরণ কার্যক্রম ২৮ মার্চ পর্যন্ত স্থগিত করে। এর আগে, আগামী ৩১ মার্চ পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে শিক্ষা সংশিষ্ট দুই মন্ত্রণালয়।