মোহাম্মদ মাহমুদুল হাসান,বিশেষ প্রতিনিধিঃ আগামী ২৫ মার্চ বুধবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রগুলো ভাষণের তথ্য নিশ্চিত করেছে। ওইদিন সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন ও বেতারসহ দেশের সবগুলো টেলিভিশন চ্যানেল প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করবে। মুজিব বর্ষ শুরু এবং দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর এমন ভাষণে আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
শনিবার ঢাকা-১০ আসনে ভোট প্রদানশেষে তিনি এক বক্তব্যে জনগনকে আতঙ্কিত না হয়ে সচেতন ও সতর্ক থাকার আহবান জানান।