ঢাকা ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২০
সিরাজুস সালেকীন, (সখীপুর) টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে অনলাইনভিত্তক স্বেচ্ছাসেবী সংগঠন আর্ত সারথি আজ সারাদিন সখীপুর পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় শ্রমজীবী জনসাধারণের মাঝে বিনামূল্যে স্যানিটাইজার বিতরণ করে। সখীপুর পৌর এলাকার জেলখানামোড়,পিচেরমাথা,গ্যাসপাম্প চৌরাস্তা,সৌখিন মোড়,কাঁচা বাজারের সমস্ত মুদি দোকানদার, ভ্যান- রিকশা শ্রমিক, অটো শ্রমিক ও বিভিন্ন শ্রমজীবীদের মাঝে স্যানিটাইজার বিতরণ করে। বিতরণের পাশাপাশি করনো ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক ব্রিফিং এর মাধ্যমে জনসাধারণদের সজাগ হওয়ার জন্য আহবান জানান আর্ত সারথির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কৃষ্ণ কুমার কর্মকার, অর্থ সম্পাদক স্বপন রায়। এছাড়াও সংগঠনের সহ সম্পাদক হীরালাল বর্মন হিমু, সদস্য বিকাশ কর্মকার, ফেরদৌস আহমেদ শুভ, আনন্দ রবিদাস, শান্ত রবিদাস ও শামীম আহমেদ।কৃষ্ণ কুমার কর্মকার বলেন,সখীপুরের সর্বস্তরের জনসাধারণকে করোনা ভাইরাস প্রতিরোধে ও স্বাস্থ্যসম্মতভাবে নিরাপদ থাকার আহবান জানিয়েছি। সংগঠনের পক্ষ থেকে আমরা সখীপুর পৌর এলাকার প্রায় ১০০০ জনসাধারণ কে স্যানিটাইজার বিতরণ করেছি। আমরা ভবিষ্যতেও মানবকল্যাণে সর্বদা কাজ করে যাবো,মানুষের বিপদে- আপদে পাশে থাকবো। আর্ত সারথি দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বিপন্ন মানুষের পাশে দাঁড়াচ্ছে। গরীব মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখার খরচ চালানো সংগঠনটির নিয়মিত কাজ। বইপড়া ও বিজ্ঞানমনস্কতার আন্দোলনের মধ্যদিয়ে আলোকিত সমাজ গড়াই আর্ত সারথির মূল লক্ষ্য ও উদ্দেশ্য। সেভাবেই কাজ করে যাচ্ছে সংগঠনটি। আর্ত সারথির তহবিলের উৎস হলো এর সদস্য ও ফেসবুকের শুভাকাঙ্ক্ষীদের দেওয়া সহায়তা।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST