ফকিরহাটে মানসা রেশন কার্ডের চাউল বেশী মূল্যে বাইরে বিক্রির অভিযোগ

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২০

ফকিরহাটে মানসা রেশন কার্ডের চাউল বেশী মূল্যে বাইরে বিক্রির অভিযোগ

মোঃ সাগর মল্লিক, বাগেরহাট সংবাদদাতাঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলার মানসায় প্রতি সপ্তাহের রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টায় পর্যন্ত খাদ্য বান্ধব কর্মসূচি শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুদা হবে নিরুদ্দেশ, খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রদের জন্য স্বল্প মূল্যে খাদ্য শষ্য বিতরণ করা হয়। সরকারি ভাবে যার মূল্য নির্ধারিত ১০টাকা। হতদরিদ্রদের মাঝে রেশনকার্ডের মাধ্যমে এই চাউল বিতরণ করা হয়। বর্তমানে করোনা প্রভাবে চালের বাজার কিছুটা উর্দ্ধগতি হওয়ার সুবাদে মানসার এই ডিলার মালিক রেশন কার্ড ছাড়াও বেশী মূল্যে বাইরে চাউল বিক্রি করছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানিয়েছেন। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকিরকে অবগত করা হয়েছে। একাধিক সূত্র জানায়, প্রতি বস্তায় চাউল থাকে ৩০ কেজি। যার মূল্য আসে এক বস্তা ৩০০টাকা। অথচ অধিক মুনাফার আশায় সেই ৩শত টাকার চালের বস্তা গোপনে বাইরে বিক্রি করছে ৭শত থেকে ৯শত টাকা পর্যন্ত। এছাড়াও ৯টা থেকে ৫টা পর্যন্ত ডিলার খোলা থাকার নিয়ম থাকলেও তা মানা হয়না। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest