মির্জাগঞ্জ ফাউন্ডেশনের উদ্যোগে মাস্ক ও সাবান বিতরন

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২০

মির্জাগঞ্জ ফাউন্ডেশনের উদ্যোগে মাস্ক ও সাবান বিতরন
মো: সাইফুল ইসলাম, মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধিঃ করোনা ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পেতে মির্জাগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন “মির্জাগঞ্জ ফাউন্ডেশন” এর উদ্যোগে সচেতনতামূলক লিফলেট এবং বিনামূল্যে মাস্ক ও সাবান বিতরন করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সংলগ্ন বরিশাল-বরগুনা মহাসড়কে যানবাহন চালক ও দরিদ্র শ্রমজীবী মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক ও সাবান তুলে দিয়ে বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়াম্যান খাঁন মো. আবু বকর সিদ্দিকী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সরোয়ার হোসেন ও মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) এম.আর শওকত আনোয়ার ইসলাম। বিতরন কার্যক্রমের উদ্বোধন শেষে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মির্জাগঞ্জ উপজেলা পরিষদ চত্বর, সুবিদখালী বন্দর ও সরকারী সুবিদখালী কলেজ সংলগ্ন বাসষ্ট্যান্ড এলাকায় বিভিন্ন যানবাহনের দেড় শতাধিক চালক ও দরিদ্র শ্রমজীবী মানুষের মাঝে করোনা ভাইরাস থেকে নিরাপদে থাকতে বিভিন্ন দিক নির্দেশনা সম্বলিত সচেতনতামূলক লিফলেট, একটি করে মাস্ক ও সাবান বিতরন করা হয়। এসময় মির্জাগঞ্জ ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক কামরুজ্জামান বাঁধন, সাধারন সম্পাদক মো.মিজানুর রহমান,সাংগঠনিক সম্পাদক অর্জুন ঋষি, সাংবাদিক মো. সোহাগ হোসেন ও রফিকুল ইসলাম সাদ্দামসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest