শহিদুল ইসলাম সোহেল,ময়মনসিংহ ব্যুরোঃ করোনা ভাইরাস প্রতিরোধে টাঙ্গাইলে পৌর শহরে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। জেলা প্রশাসন, টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও পৌরসভার উদ্যোগে আজ বৃহস্পতিবার পৌর শহরের বিভিন্ন স্থানে জীবাণুনাশক স্প্রে করা হয়। টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সফিকুল ইসলাম জানান, এই দুর্যোগকালীন সময়ে দেশের মানুষ কে সহযোগীতা করার জন্য জেলা প্রশাসন, টাঙ্গাইল ফায়ার স্টেশন ও পৌরসভার যৌথ উদ্যোগে করোনা ভাইরাস মোকাবেলায় টাঙ্গাইল পৌর শহরের বিভিন্ন জায়গায় জীবাণুনাশক স্প্রে করা হয়। এসময় টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ সহকারী পরিচালক জনাব মোঃ আব্দুল জলিল এবং পৌর কমিশনার জনাব মোঃ মামুন উপস্থিত ছিলেন।