মোঃ জসিম উদ্দিন, দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ বিশ্বজুড়ে চলমান করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের প্রেক্ষিতে জনসচেতনতা সৃষ্টিতে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। ঢাকা সাংবাদিক ইউনিয়ন( ডিইউজে) এর সদস্য ও পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট প্রাক্তন ছাত্র সমিতির সাধারন সম্পাদক প্রকৌশলী মোঃ কামাল হোসেন’র উদ্যোগে বৃহস্পতিবার উপজেলার আঠারোগাছিয়া , পাঙ্গাশিয়াসহ বিভিন্ন স্থানে পথচারী, দিনমজুর, ব্যবসায়ী, রিকশাচালক, গাড়ির ড্রাইভারসহ সাধারন মানুষের মাঝে লিফলেট, সাবান, মাস্ক, হ্যান্ডগ্লোভস ও পানির ফিল্টার বিতরণ করা হয়। এসময় সাংবাদিক কামাল হোসেন বলেন, আমাদের সবার ক্ষুদ্র ক্ষু দ্র প্রচেষ্টা ও জনসচেতনতাই পারে এই মরণঘাতী ভাইরাসের সংক্রমণ রোধ করতে। তাই করোনা প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন হতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় রোগটি নির্মূল করতে হবে। এসময় উপস্থিত ছিলেন লেবুখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল জব্বার সিকদার, প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম দুমকি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সাংবাদিক শহিদুল ইসলাম, সাংবাদিক আরিফুর রহমান, মতিউর রহমান লিটন সাধারণ সম্পাদক ইউনিয়ন যুবলীগ, সাবেক ছাত্র নেতা আমানুল্লাহ টিটু প্রমুখ।