তালতলীতে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জীবাণুনাশক স্প্রে

প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ণ, মার্চ ২৮, ২০২০

তালতলীতে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জীবাণুনাশক স্প্রে
মোঃ হাইরাজ বরগুনা প্রতিনিধি।। বরগুনার তালতলীতে স্থানীয় বাজার গুলোর বিভিন্ন দোকান ও হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসী বাড়িতে কিছু যুবকদের সহযোগিতায় জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। শনিবার(২৮ মার্চ) সকাল ৯ টার দিকে উপজেলার লাউপাড়া বাজারে বিভিন্ন দোকানে এ জীবাণু নাশক স্প্রে করা হয়। লাউপাড়া বাজার ব্যবসায়ী মোঃ আব্দুল্লাহ আল ইভান,মোঃ খলিলুর রহমান ,মোঃ আল-আমিন, মোঃ রাসেল, এইচ এম লিটনসহ ৫ যুবকের উদ্যোগে বাজার ও প্রবাসীদের বাড়িতে গিয়ে জীবাণুনাশক স্প্রে করেন। আব্দুল্লাহ আল ইভানসহ ৫ যুবক বলেন আমাদের সামান্য একটু সহযোগিতা কাজে লাগিয়ে গ্রামের সাধারণ মানুষদের বাড়িতে গিয়ে করোনাভাইরাস মোকাবিলায় স্বাস্থ্য সচেতনতার গুরুত্ব,সাবান দিয়ে হাত ধোঁয়া, ব্লিসিং পাউডার ও স্যাভলন দিয়ে জীবানুনাশক স্প্রে তৈরি করার পরামর্শ দিয়ে যাচ্ছি। তারা আরও বলেন আমরা প্রত্যেকেই যদি নিজ গ্রাম ও বাজারগুলিতে জীবানুনাশক স্প্রে দিয়ে জীবাণু মুক্ত রাখি । আর সাবান দিয়ে ২০ সেকেন্ড হাত ধোঁয়া করি তাহলে করোনা ভাইরাস মোকাবিলায় স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি সাধারন মানুষদের সচেতন করে তুলতে পারি। এতে আমাদের বিশ্বাস এই বিপদ থেকে খুব শীঘ্রই কিছুটা অগ্রসর হতে পারবো।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest