মোঃ লুৎফর রহমান হিলি দিনাজপুর প্রতিনিধি :- করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে না যাওয়া, কাঁচামাল, মুদিখানাসহ নিত্যপ্রয়োজনীয় দোকান ছাড়া সব দোকান বন্ধের ঘোষনার পর দিনাজপুরের হিলিতে সুনসান নিরবতা বিরাজ করছে। বাজারের দোকানপাট বন্ধ। প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাহিরে বের হচ্ছেন না। আজ শনিবার সকাল থেকে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে সারা উপজেলা টহল দিচ্ছেন সেনা সদস্যরা। সেনা সদস্যরা হ্যান্ড মাইক দিয়ে এলাকাবাসীকে ঘর থেকে বের না হওয়ার আহব্বান জানাচ্ছেন। এদিকে হিলি স্থলবন্দর দিয়ে বন্ধ রয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম।