খাদেমুল মোরসালিন শাকীর,রংপুর ব্যুরো :- নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় জাতীয় পার্টির উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন এলাকায় গণসচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়। নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল’র সার্বিক সহযোগীতায় উপজেলার কয়েকটি ইউনিয়নের হাট বাজারে ,গ্রামে,পাড়ায় মহল্লায় জীবানু নাশক ষ্প্রে ছিটিয়ে,অসহায় গরীবদের মাঝে সুরক্ষিত হ্যাক্সিসল , ডেটল,স্যানিটারাইজড,মাস্ক,গ্লোবস কয়েক হাজার মানুষের বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক সংসদ সদস্যের প্রতিনিধি বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল আলম স্বপন, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব বিশিষ্ট ঠিকাদার ও বিশিষ্ট রাজনীতিবিদ রশিদুল ইসলাম রশিদ, জাতীয় পার্টির অন্যতম নেতা ও বাহাগিলী ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক দেলোয়ার হোসেন দুলাল, জাতীয় পার্টি নেতা মজিদুল ইসলাম মিন্টু ও উপজেলা ছাত্র সমাজের আহবায়ক শাকিল ইসলাম প্রমূখ। উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও সদস্য সচিব বাহাগিলী ইউনিয়নে প্রবেশ করলে শত শত মহিলা পুরুষ রশিদ ভাই,রশিদ ভাই বলে শ্লোগান দিতে থাকে। পরে রাস্তায় দাড়িয়ে থাকা মানুষের উপস্থিতি দেখে ঠিকাদার রশিদুল ইসলাম রশিদ ও আহবায়ক রেজাউল আলম স্বপন গাড়ি থেকে নেমে সাধারণ মানুষকে দূরত্ব বজায় থাকতে বলেন। মানুষকে করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য বিভিন্ন পরামর্শ দেন। তিনি উপস্থিত সকল পুরুষ,মহিলা ও শিশুদের মাঝে সুরক্ষিত উপকরণ ও লিফলেট বিতরণ করেন। তার সাথে থাকা দু’জন স্বেচ্ছাসেবক জীবানুনাশক ছিটিয়ে দেন। পরে বাহাগিলী ইউনিয়নের নান্নুর বাজারে ঠিকাদার রশিদুল ইসলাম রশিদ নিজেই জীবানু নাশক ছিটিয়ে দিয়ে সকলের মাঝে উপকরণ বিতরণ করেন। উপজেলা জাতীয় পার্টির আহবায়ক নিজেই পার্সোনাল প্রোটেকশন ইকুপমেন্ট (পিপিই) পরে সাধারণ মানুষের মাঝে মাস্ক পরিয়ে দেন এবং জন সমাগম এলাকায় না করার জন্য সকলকে পরামর্শ দেন। ২৮ মার্চ থেকে শুরু করে ৩১মার্চ পর্যন্ত উপজেলার সকল ইউনিয়নে সাধারণ মানুষের মাঝে সচেতনতামুলক লিফলেট ও মাইকিংয়ের মাধ্যমে প্রচার-প্রচারণা অব্যাহত থাকবে এবং প্রতিটি ইউনিয়নের মানুষের মাঝে সুরক্ষিত সরঞ্জামাদী বিতরণ করা হবে।
শেয়ার : ২৭১