মো: আ: হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের ৫নং ওয়ার্ডে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন উপজেলা যুবলীগ নেতা আইয়ুব আলী আকন্দ । শনিবার (২৮ মার্চ) সকাল ১০টায় শহরের নয়াপাড়ায় দুইশো টি দুঃস্থ পরিবারের মাঝে বিতরণ করেন তিনি। এসব সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, লবণ, আলুসহ একাধিক পণ্য। এসময় তিনি বলেন, মহামারি করোনা আতংকে বিশ্ব সহ আমাদের দেশেও এর প্রাদুর্ভাবে সমাজের প্রান্তিক জনগোষ্ঠিসহ মধ্যবিত্ত পরিবারে অভাব অনটন দেখা দিয়েছে। এমন দুর্দিনে অসহায়দের পাশে সমাজে খাদ্য হাহাকার দেখার আগেই সমাজের বিত্তবান ও সাবলম্বী ব্যক্তিদের এগিয়ে আসা উচিৎ। এ লড়াই মানবতার লড়াই। এ লড়াইয়ে সবাইকে সামিল হতে হবে। এসময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক হিতৈষী লাভলু আকন্দ, বাবলু আকন্দ, জয়নাল আকন্দ, পৌর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ আকন্দ, কবির আকন্দ, আশরাফ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।