ঢাকা ৮ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২০
রিফাত আহমেদ রাসেল, নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে নীরব ঘাতক করোনাভাইরাস প্রতিরোধে মাঠে নেমেছে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার কাউন্সিল উপজেলা শাখা সদস্যরা। রবিবার সহ গত কয়েকদিনে উপজেলার বিভিন্ন স্থানে সচেতনতা মূলক কার্যক্রম থেকে শুরু করে লিফলেট ও মাস্ক বিতরণ করছেন তারা । ইতিমধ্যে উপজেলার কুল্লাগড়া ইউনিয়ন, চন্ডিগড় ইউনিয়ন, বিরিশিরি ইউনিয়নসহ উপজেলার সাতটি ইউনিয়নে গরীব মেহনতী, নিম্ন আয়ের ও মুক্তিযোদ্ধাদের মাঝে প্রায় ৭০০ পিস মাস্ক বিতরণ করেন তারা ।দুর্গাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আনিসুল হক সুমন নেতৃত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান সাধারণ সম্পাদক মাসুদ সরকার, কুল্লাগড়া ইউনিয়ন শাখা সভাপতি কাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক সাদেক মিয়া, সদর ইউনিয়ন শাখা সভাপতি সবুজ মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান সহ-সংগঠনিক সম্পাদক রমজান মিয়া, বাকলজোড়া ইউনিয়ন শাখা সভাপতি সুজন শর্মা, সাধারণ সম্পাদক শাহ্ আলম সহ প্রমুখ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST