নিরাপত্তা ছাড়াই জলঢাকায় সংবাদকর্মীদের দায়িত্ব পালন

প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২০

নিরাপত্তা ছাড়াই জলঢাকায় সংবাদকর্মীদের দায়িত্ব পালন
হারুন অর রশিদ(রিয়াদ) জলঢাকা(নিলফামারী)  প্রতিনিধি :   করোনা ভাইরাস সংক্রমণের সংবাদ জনসাধারণের কাছে পৌঁছে দিতে নিজেদের জিবনের ঝুকি নিয়ে কাজ করছে নিলফামারীর জলঢাকা উপজেলার সংবাদকর্মীরা। সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে নিরাপদ পোষাক ও পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট(পিপিই ) প্রয়োজন। করোনা ভাইরাসের এমন পরিস্থিতিতে ঝুঁকি নিয়েও পেশাগত দায়িত্ব থেকেই মাঠে রয়েছে সংবাদ কর্মীরা। সাধারণ মানুষের কাছে করোনা ভাইরাস এর সর্বশেষ খবরটি পৌঁছে দিতে প্রতিনিয়ত ছুটে বেড়াচ্ছেন তারা। জলঢাকায় টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন মাধ্যমে নিয়মিত কাজ করছেন সংবাদকর্মীরা। নিলফামারী জেলার ছয়টা উপজেলার মধ্যে জলঢাকা উপজেলায় সংবাদকর্মীদের সংখ্যা বেশি। এ সংবাদকর্মীরা দেশের সার্বিক অবস্থা, বাজার মনিটরিং, ভ্রাম্যমাণ আদালতের সংবাদ সংগ্রহের বিভিন্ন কাজে বাড়ীর বাইরে থাকছেন। কোন রকম ব্যক্তিগত সুরক্ষা উপকরণ ছাড়াই নিয়মিত পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছেন তারা। এমনতো অবস্থায় নোভেল করোনা ভাইরাসে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে সংবাদকর্মীরা। এ বিষয়ে জলঢাকা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মৃত্যুঞ্জয় রায় বলেন, সাংবাদিকতা এমন একটি পেশা যেখানে সংবাদকর্মীদের মৃত্যু ঝুঁকি থাকেই। ঝুঁকির মাঝেই তাদের কাজ করতে হয় এবং মাঠে থাকতে হয় কিন্তু বর্তমান পরিস্থিতিতে সংবাদকর্মীদের সুরক্ষা অত্যন্ত প্রয়োজনীয়। সম্মিলিত সংবাদিক পরিষদ (এসসপি) জলঢাকা উপজেলা শাখার সদস্য সচিব হারুন অর রশিদ বলেন, সাংবাদিকতা একটি ঝুঁকিপূর্ণ পেশা। দেশের মানুষ যখন ঘরে থাকে তখন সাংবাদিকরা মানুষের কাছে খবর পৌঁছে দিতে কাজ করে। কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন। একটি রোগের সাথে সারা পৃথিবী যুদ্ধ করছে এবং সে যুদ্ধে সাংবাদিকরাও রয়েছে। তবে এটাও সঠিক যে, মাঠে কাজ করার সময় করোনা প্রতিরোধে যে ধরনের ইকুইপমেন্টের সাংবাদিকদের প্রয়োজন তা তাদের নিজ নিজ প্রতিষ্ঠান সরবরাহ করছে না। সরকারি ও বেসরকারিভাবেও সাংবাদিকদের সরবরাহ করা হয়নি। ফলে ঝুঁকি নিয়েই পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছে তারা। তাই সরকারের কাছে এবং স্ব স্ব প্রতিষ্ঠানের কাছে দাবি জানানো হচ্ছে সাংবাদিকদের পিপিই দেয়া হোক। সেইসাথে তিনি সকল সাংবাদকর্মীদের সর্বোদা সচেতন থাকার তাগিদ দেন।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest