লোটাস আহম্মেদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :- করোনা ভাইরাস থেকে সুরক্ষায় দিনাজপুরের ঘোড়াঘাটে সাংবাদিকদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। আজ রবিবার (২৯ মার্চ) সকালে ঘোড়াঘাট উপজেলায় কর্মরত ১৭ জন সাংবাদিকের জন্য আলোকিত সময় প্রতিনিধি লোটাস আহম্মেদের হাতে হ্যান্ড স্যানিটাইজার তুলে দেন কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ চৌধুরী এছাড়াও উপজেলার ১৫’শ জন গরিব ও দুস্থ মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করেন তিনি। এ সময় অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট পৌর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক তাবিন তানোয়ার নিবির, নেওয়াজ আহম্মেদ খান, সাকিল আম্মেদ ও মুরাদ মিয়া।