করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে বিমান বাহিনীর চেক হস্তান্তর

প্রকাশিত: ১২:৩৭ পূর্বাহ্ণ, মার্চ ৩০, ২০২০

করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে বিমান বাহিনীর চেক হস্তান্তর

মোহাম্মদ মাহমুদুল হাসান, বিশেষ প্রতিনিধিঃ করোনা ভাইরাস প্রতিরোধ কাযর্ক্রমের সহায়তায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে বিমান বাহিনীর সদ্যসদের একদিনের মূল বেতন হস্তান্তর। করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের গৃহীত পদক্ষেপসমূহ অধিকতর বেগবান এবং কার্যকরী করার লক্ষ্যে আজ রবিবার মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে বিমান বাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এই তহবিলে বাংলাদেশ বিমান বাহিনীর সকল পদবীর সদস্যদের একদিনের মূল বেতনের সম পরিমান টাকা মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করা হয়েছে । এ উপলক্ষে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি ভিডিও কনফারেন্সে অংশ নেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস অনুদানের চেক গ্রহণ করেন। পরে প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest