জ্বর,সর্দি শ্বাসকষ্ট নিয়ে মারা গেল বিরামপুরের এক যুবক

প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২০

জ্বর,সর্দি শ্বাসকষ্ট নিয়ে মারা গেল বিরামপুরের এক যুবক
মোঃ হাসিম উদ্দিন আঞ্চলিক প্রতিনিধিঃ  দিনাজপুররে বিরামপুরে জ্বর,সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে মো.ফরহাদ হোসনে (৩০) নামে এক যুবক মারা গছে। করোনাভাইরাস সন্দেহে ওই ব্যক্তির বাড়ির আশপাশের বেশ কিছু বাড়ির লোকজনকে হোমকোয়ারেন্টাইনে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিরামপুর উপজলো নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান। রবিবার গভীর রাতে উপজেলার জোতবানি শিবপুর আঁচলকোল তফসিগ্রামে
এই ঘটনা। নিহত যুবকরে বাবার নাম আবু হানিফ। ওই যুবকের শরিরে করোনাভাইরাস উপসর্গ আছে কিনা তা পরীক্ষার জন্য ওই ব্যক্তির নমুনা সংগ্রহরে জন্য উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সে র্কমরত চিকিৎসকগণ উপস্থিত হয়েছেন। ওই যুবকের পরিবার সুত্রে জানাযায়, চলতি মাসের কুমিল্লার স্থানীয় তিন যুবকসহ কাজের সন্ধানে যান। সেখানে গিয়ে তার শরিরে জ্বর অনুভব হলে সে এলাকায় ফিরে আসে। র্সবশেষ সোমবার ভোর রাতে নিজ বাড়িতেই মারা যায়। স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, মারা যাওয়া ব্যক্তির বাড়িতে ইতোমধ্যইে গ্রামপুলিশ পাহারা দিচ্ছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকগণ এসে তার নমুনাসংগ্রহের পর জেলা থেকে ইমামসহ ৫জন লোক এসে তাকে গোসল করে জানাযা পড়ানো হবে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest