ঢাকা ৯ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২০
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে করোনা ভাইরাস প্রতিরোধে জীবানুনাশক স্প্রে প্রদান করে এক্স-ক্যাডেট অ্যাসোসিয়েশন। সোমবার সকালে ঠাকুরগাঁও শহরের প্রানকেন্দ্র চৌরাস্তার বিভিন্ন পয়েন্টে করোনা ভাইরাস প্রতিরোধে এক্স ক্যাডেটরা নিয়মিত জীবানুনাশক স্প্রে প্রদান করছেন। সম্প্রতিককালে গোটা বিশ্ব নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত ঠিক তখনই ঠাকুরগাঁওয়ে বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন করোনা ভাইরাস মোকাবেলায় বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে রাস্তায় নেমেছেন। তারই অংশ হিসেবে ঠাকুরগাঁও জেলার এক্স-ক্যাডেটদের আয়োজনে কয়েক দিন থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জীবানুনাশক স্প্রে প্রদান করে সাধারণ জনগণকে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছেন। এক্স-ক্যাডেট জাকির হোসেন রুবেল জানান, করোনা ভাইরাস মোকাবেলায় আমরা এক্স ক্যাডেটরা শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় ছোটখাটো যেসব যানবাহন চলছে সেসব যানবাহনে জীবানুনাশক স্প্রে প্রদান করছি এবং জনগণ কে পরিষ্কার পরিচ্ছন্ন সচেতন হতে দিকমূলক নির্দেশনা দেওয়া হচ্ছে। এছাড়াও এক্স-ক্যাডেট যোবাইদুল স্বপন বলেন, আমরা শহরের বিভিন্ন রাস্তাঘাটে জীবানুনাশক ঔষধ প্রদান করার পাশাপাশি জনগণ কে হ্যান্ড মাইকের মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন হতে দিকনির্দেশনা প্রদান করছি। এবং আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। এসময়ে উপস্থিত ছিলেন এক্স-ক্যাডেট কফিলউদ্দীন, আবু বক্কর সিদ্দিক, হাসনাত রুমন, মিজানুর, প্রিন্স সহ প্রমুখ। উল্লেখ্য, করোনা ভাইরাস প্রতিরোধে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠন নিয়মিত কাজ করে যাচ্ছেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST