তালতলীর নিশানবাড়িয়া ইউনিয়নে ৭ শ৫০ জন’ জেলের মাঝে চাল বিতরন।

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২০

তালতলীর নিশানবাড়িয়া ইউনিয়নে ৭ শ৫০ জন’ জেলের মাঝে চাল বিতরন।
মোঃ হাইরাজ বরগুনা প্রতিনিধি :-  বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নে ৭ শ ৫০ জন জেলে পরিবারকে মানবিক সহায়তার আওতায় (৪০ কেজি করে) চলতি ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে মোট ৮০ কেজি ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। প্রতি বছর ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ৮ মাস জাটকা (১০ ইঞ্চির চেয়ে ছোট ইলিশ) নদীতে ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করেছে প্রশাসন। এজন্য আজ সোমবার জেলেদের মধ্যে এসব চাল বিতরণ করা হয়েছে। জেলেরা বলছেন, নদীতে মাছ ধরা নিষেধাজ্ঞারও করোনার কারণে তাদের আয় রোজগার বন্ধ হয়ে যাওয়ায় তাদের সংসার চলছে ধার-দেনায়। তাদের একেক পরিবারে পাঁচ-ছয়জন করে সদস্য রয়েছে। তাঁদের অনেকে বিভিন্ন মহাজন ও এনজিওর কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে সংসার চালাচ্ছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ইলিশের প্রজনন নিরাপদ করার জন্য মৎস্য বিভাগ মাছ ধরার ওপর প্রতি বছর ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ৮ মাস জাটকা মাছ দরাথেকে নিষেধাজ্ঞা জারি করায় এসময়ে নদীতে মাছ ধরা, বেচাকেনা, পরিবহন, মজুদ ও বিনিময় করা যাবে না। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে থেকে কাজ করছেন। প্রশাসন ও মৎস্য বিভাগের পক্ষ থেকে নদীতে মাছ ধরা থেকে বিরত থাকার জন্য জেলেদের প্রতি আহবান জানানো হয়। নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দুলাল ফরাজী বলেন, তার ইউনিয়নের ৭৫০ জন জেলে পরিবারের সদস্যদের মধ্যে ইউপি কার্যালয়ে জন প্রতি ৮০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest