করোনা ভাইরাসের বিস্তার রোধে কলাপাড়ায় পাখিমারা খেলোয়াড় কল্যান সমিতির উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার বিতরন ও জীবানু নাশক স্প্রে ছিটানো হয়েছে

প্রকাশিত: ১০:২২ পূর্বাহ্ণ, মার্চ ৩১, ২০২০

করোনা ভাইরাসের বিস্তার রোধে কলাপাড়ায় পাখিমারা খেলোয়াড় কল্যান সমিতির উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার বিতরন ও জীবানু নাশক স্প্রে ছিটানো হয়েছে
মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: নোভেল করোনা ভাইরাসের বিস্তার রোধে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নে পাখিমারা খেলোয়ার কল্যাণ সমিতির উদ্যেগে পাখিমারা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জীবাণু নাশক স্প্রে ছিটানো ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন করা হয়েছে। সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এ কার্যক্রম চালানো হয়। এসময় মাইকিং করে স্থানীয় জনগনকে করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় সম্পর্কে সচেতন করা হয়। পাখিমারা খেলোয়ার কল্যাণ সমিতির পরিচালক অলোক কুমার বিশ্বাস ও চিন্ময় সরকারের তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবী হিসাবে ছিলেন খেলোয়ার কল্যান সমিতির সভাপতি মো:আল-মুনজির হাওলাদার, সমিতির সদস্য মো: শামীম ওসমান, ইমরান, সালেহ আহমেদ, রানা, মেহেদি, বাবু, বায়জিদ ও ফিরুজ প্রমুখ। উল্লেখ্য, এর আগেও করোনা ভাইরাস বিস্তার রোধে জনগনকে সচেতন করার জন্য পাখিমারা খেলোয়ার কল্যাণ সমিতি পাখিমারা বাজারে বিনামূল্যে মাস্ক বিতরণ, হ্যান্ড স্যানিটাইজার ও জীবানু নাশক স্প্রে ছিটানোর কাজ করেছিল। এটি ছিলো তাদের দ্বিতীয় উদ্যোগ। করোনা ভাইরাসের বিস্তার রোধে তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও সমিতির নীতিনির্ধারকরা জানান।

 


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest