আমতলীতে করোনা ভাইরাসের আপাদকালীন সময়ে ৬০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন

প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২০

আমতলীতে করোনা ভাইরাসের আপাদকালীন সময়ে ৬০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন
মোঃ হাইরাজ বরগুনা প্রতিনিধি :- করোনা ভাইরাসের আপাদকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা কার্যক্রমের আওতায় বরগুনার আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে হলদিয়া ইউনিয়নের ৬০ হতদরিদ্র পরিবারের মাঝে সামাজিক সুরক্ষা বজায় রেখে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে। মঙ্গলবার এ খাদ্য সহায়তা বিতরন করেন ইউএনও মনিরা পারভীন। জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাস রোধে সরকারের নেয়া উৎকৃষ্ট সিদ্ধান্তে কর্মহীন হয়ে পরেছে উপজেলার কয়েক হাজার হত দরিদ্র মানুষ। এ হতদরিদ্র পরিবারকে করোনা ভাইরাসের আপাদকালিন সময়ে খাদ্য সহায়তা বরাদ্দ দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউএনও মোঃ মনিরা পারভীন মঙ্গলবার উপজেলা হদলিয়া ইউনিয়নের ৬০ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন। প্রত্যেক পরিবারকে দশ কেজি চাল, পাঁচ কেজি আলু ও দুই কেজি ডাল দেয়া হয়। খাদ্য সহায়তা বিতরন কালে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম মৃধা, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার ও নাজির মোঃ মজিবুর রহমান। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, করোনা ভাইরাসের আপাদকালিন সময়ে সামাজিক সুরক্ষা বজায় রেখে উপজেলার ৬০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest