কাঠালিয়ায় অগ্নিদগ্ধ গৃহবধূকে আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ, পুড়িয়ে হত্যার চেষ্টা অভিযোগে স্বামীর বিরুদ্ধে

প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২০

কাঠালিয়ায় অগ্নিদগ্ধ গৃহবধূকে আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ, পুড়িয়ে হত্যার চেষ্টা অভিযোগে স্বামীর বিরুদ্ধে
মোঃ সাকিবুজ্জামান সবু, কাঠালিয়া(ঝালকাঠি) প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়ায় অগ্নিদগ্ধ গৃহবধূ বেলি বেগমকে (৩০)আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তার অবস্থা অবনতি হলে ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে পাঠানো হয়। মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বলতলা গ্রামের স্বামী এমাদুল সর্দারের বাড়িতে অগ্নিদগ্ধ হয় দুই সন্তানের জননী গৃহবধূ বেলি বেগম। এমাদুল সর্দার পেশার একজন রেন্ট-একার চালক এবং ওই গ্রামের সেবাহান সর্দারের ছেলে। বেলি বেগমের পরিবারের অভিযোগ, তার স্বামী এমাদুল আগুনে পুড়িয়ে বেলিকে হত্যার চেষ্টা করেছিল। জানা গেছে, ঘটনার রাতে বেলি বেগম ও স্বামী এমাদুল একই বিছানায় ঘুমিয়েছিল। রাত সাড়ে তিনটার দিকে বেলির চিৎকার শুনে বাড়ির লোকজন ছুটে আসে, ইতোমধ্যে আগুনে বেলির শরীরের সিংগভাগ এবং বিছানার তোষক বালিশ অনেকাংশই পুড়ে যায়। তবে একই বিছানায় থাকা স্বামী এমাদুল সম্পূর্ণ অক্ষত অবস্থায় দেখতে পায়। এমাদুলের শরীরে কোন স্থানে আগুনে স্পর্স করেনি। নাম প্রকাশে একাধিক প্রতিবেশি জানায়, এমাদুল সর্দার স্ত্রী বেলি বেগম ছাড়াও একাধিক বিয়ে করেছে এবং সে মাদক সেবন ও বিক্রির সাথে সম্পৃক্ত। কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় জানান, গৃহবধূ বেলি বেগম অগ্নিদগ্ধ ঘটনায় স্বামী এমাদুল সর্দারকে আসামী করে ভিকটীম বেলির চোট ভাই আলী হোসেন সর্দার বাদি হয়ে মঙ্গলবার বিকেলে আগুনে পুড়য়ে হত্যার চেষ্টার অভিযোগ এনে কাঠালিয়ায় থানায় করেছেন।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest