ঢাকা ৯ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২০
শহিদুল ইসলাম সোহেল,ময়মনসিংহ ব্যুরোঃকরোনা সংকট মোকাবেলা করতে সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঘাটাইলের সাবেক সাংসদ আলহাজ্ব আমানুর রহমান খান রানা।টাঙ্গাইলের ঘাটাইলে কর্মহীন,গরীব,দু:স্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কালে তিনি এ আহ্বান জানান।তিনি আরও বলেন,শুধু সরকারের উপর সব দায় না চাপিয়ে সমাজের সব বিত্তবান মানুষদের এগিয়ে আসতে হবে।সরকারকে ব্যাকআপ হিসেবে নিয়ে আমাদের সবার উচিত সাধ্যমত আশেপাশের মানুষের সহায়তা করা।ঘরে খাবার না থাকলে তারা তো বের হবেই।এজন্য বিত্তবানদের কে এগিয়ে আসতে হবে। করোনা ভাইরাসের কারণে লকডাউন চলার জন্য কর্মজিবীদের কাজ বন্ধ থাকায় খাদ্য সংকটে পড়া নিম্ন আয়ের মানুষ সহ অসহায় দু:স্থ ও গরীব লোকজনকে আজ মঙ্গলবার(৩১মার্চ) দিনব্যাপী উপজেলার কয়েকটি ইউনিয়নে ও পৌরসভা এলাকায় ঘাটাইল আসনের সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খানের পক্ষে থেকে প্রায় ১০০০হাজার দূরস্থ ও অসহায় পরিবারের মাঝে চাউল,ডাউল ,আলু ও সাবান বিতরণ করেন টাঙ্গাইল-৩(ঘাটাইল) আসনের সাবেক এমপি আলহাজ্ব আমানুর রহমান খান রানা। এসময় আরও উপস্হিত ছিলেন, ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার,ঘাটাইল পৌর মেয়র শহীদুজ্জামান খান ভিপি শহীদ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক,ঘাটাইল পৌর কমিশনার মো.মাজহারুল ইসলাম মো.কবির আহম্মেদ প্রমুখ। করোনাভাইরাস মোকাবেলায় ঘাটাইলবাসীর জন্য যা যা করা প্রয়োজন তাই করা হবে বলে জানিয়েছেন এমপি আতাউর রহমান খান। সেই সাথে করোনা ভাইরাস মোকাবেলায় সরকারী সকল নির্দেশনা মেনে চলার জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন তিনি।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST