মির্জাগঞ্জে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, অপহরনকারী যুবক আটক

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২০

মির্জাগঞ্জে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, অপহরনকারী যুবক আটক
কামরুজ্জামান বাঁধন,বিশেষ প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে দশম শ্রেণী পড়ুয়া অপহৃত এক স্কুল ছাত্রীকে অপহরনের ৩৪দিন পর উদ্ধার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ। এসময় অপহরনকারী মো.সোহেল রানা(২২)কে আটক করা হয়েছে। মামলার এজাহার ও থানা পুলিশ সূত্রে জানা যায়,উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের ভিকাখালী ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী ও কালিকাপুর গ্রামের মো.শামীম আহম্মেদের কন্যাকে ২৭ ফেব্রুয়ারি সকালে বাড়ী থেকে বিদ্যালয়ে যাবার পথে আন্দুয়া গ্রামের নুরুল হক নেগাবানের বাড়ীর সামনে পৌঁছলে মো.সোহেল রানা দুই জন সহোযোগী নিয়ে মটরসাইকেলে তুলে অপহরন করে নিয়ে যায়। বিভিন্নস্থানে খোজাঁখুজি করে না পেয়ে স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে গত ৯মার্চ সোহেল রানার নামোল্লেখসহ ২জনকে অজ্ঞাতনামা আসামী করে পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। পটুয়াখালী সদর থানা পুলিশের সহায়তায় মির্জাগঞ্জ থানার এস.আই মো.সাইদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার (০১ এপ্রিল) সকালে পটুয়াখালী সদর উপজেলার ২নং ষ্টীল ব্রীজ এলাকা থেকে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করেন এবং অপহরকারী যুবক মো.সোহেল রানাকে আটক করেন।আটক অপহরনকারী যুবক মো.সোহেল রানা পটুয়াখালী চৌরাস্তা সংলগ্ন টাউন কালিকাপুর এলাকার মো.আ.হাই এর ছেলে। মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম জানান,আটক সোহেল রানা ও উদ্ধারকৃত স্কুল ছাত্রীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest