জলঢাকায় করোনা ভাইরাস প্রতিরোধে শিক্ষার্থীদের ভূমিকা গুরুত্বপূর্ণ

প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২০

জলঢাকায় করোনা ভাইরাস প্রতিরোধে শিক্ষার্থীদের ভূমিকা গুরুত্বপূর্ণ
হারুন অর রশিদ(জলঢাকা)নিলফামারী প্রতিনিধিঃ নিলফামারী জলঢাকায় করোনা ভাইরাসে কেউ আক্রান্ত না হলেও প্রতিদিনই বাড়ছে হোম কোয়ারেন্টাইনে অন্তর্ভুক্তির সংখ্যা। প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ে যখন উপজেলাবাসী শঙ্কিত তখন তাদের সাহস যোগাতে এবং করোনা রোধে পাশে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয় ও কলেজ পড়ুয়া কিছু শিক্ষার্থী এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন জীবন যুব সংঘ সহ অন্যান্য সামাজিক সংগঠন। করোনার সংক্রমণ রোধে সর্বোচ্চ সর্তকতামূলক ব্যবস্থা নিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত, সাধারণ মানুষের মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরণ ও নানান ধরনের প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে তারা। এছাড়াও পাড়া, মহল্লা, রাস্তা,ঘাট, হাটবাজারসহ প্রতিটি স্থানে শিক্ষার্থীরা মানুষকে সচেতন করছে এবং প্রয়োজন অনুযায়ী সাবান,মাস্ক ও নিজেদের তৈরী হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছে। কারণ প্রত্যেকটি মানুষ সচেতন হলেই করোনা সংক্রমণ রোধ করা সম্ভব। এদিকে উপজেলাবাসীকে সাহস যোগাতে পাশে দাড়িয়েছে জলঢাকা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান সহ থানায় অবস্থানরত সকল পুলিশ কর্মকর্তা। আগামী এক সপ্তাহ খুব ভয়াবহ তাই সাধারণ মানুষ যেনো সচেতন থাকে সেজন্য সেই মানসিকতা সৃষ্টির কাজে নেমেছেন তারা।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest