নোয়াখালীতে ২৫০ বছরের পুরনো মসজিদ

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৯

নোয়াখালীতে ২৫০ বছরের পুরনো মসজিদ

দেশজুড়ে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন এর কোনটি শত বছরের পুরনো কিংবা তারও বেশি তেমনি ভাবে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ২৫০ বছরের পুরনো নোয়াখালীর রমজান মিয়া জামে মসজিদ নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার বাটিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে অবস্থিত এই মসজিদ

মসজিদটি ঠিক কত সালে প্রতিষ্ঠিত হয়েছে সে সম্পর্কে সঠিকভাবে জানা না গেলেও ধারণা করা হচ্ছে ১৭৭০ খ্রিস্টাব্দ কিংবা তারও আগে জনৈক মরহুম রমজান মিয়া শতক জায়গার উপরে মসজিদটি প্রতিষ্ঠা করেন

এমন তথ্যই জানালেন, মরহুম রমজান মিয়ার চতুর্থ প্রজন্ম মসজিদের খাদেম শরীফুল্লাহ চৌধুরী বাবু

৩১ ফুট দৈর্ঘ্য ১০ ফুট প্রস্থের মসজিদের ছাদে মাঝ বরাবর একটি এবং দুই পাশে দুটি গম্বুজ রয়েছে যা পুরো ছাদকে ঢেকে রেখেছে। মসজিদে একটি মূল দরজাসহ আরো দুটি দরজা রয়েছে এবং উত্তর দক্ষিণ দিকের দেয়ালে একটি করে জানালা রয়েছে

চার ফুট চওড়া দেয়ালগুলোতে রয়েছে বিভিন্ন কারুকার্যেরর চিহ্ন। পশ্চিম পাশের দেওয়ালে রয়েছে একটি বড় এবং দুটি ছোট সহ টি মিম্বর। ১২ টি পিলার টি খিলানের উপর দাঁড়িয়ে থাকা মসজিদটির ছাদে প্রত্যেক পিলারের মাথায় একটি করে মিনার রয়েছে যার মধ্যে চারটি বড়। যদিও বড় মিনার গুলোর মধ্যে দুটি বর্তমানে নেই

ধারণা করা হচ্ছে বিগত সময়ের কোনো এক সময় ভূমিকম্পে দুটি মিনার ভেঙ্গে পড়ে যায়

এদিকে মসজিদটি ছোট হওয়ায় এবং ৫০ জনের বেশি মুসল্লী জায়গা না হওয়াতে মসজিদটি ভেঙ্গে নতুন করে নির্মাণের কথা উঠলেও পুরোনো স্থাপত্যের নিদর্শনস্বরূপ এখনো সংরক্ষণ করা হয়েছে। পুরনো স্থাপত্য শৈলীর অপূর্ব নিদর্শন এই মসজিদ যেকোন ভ্রমণ পিপাসু মানুষের নজর কাটবে

 


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest