মেহেন্দিগঞ্জে কোস্ট গার্ডের খাদ্য সামগ্রী বিতরণ।

প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২০

মেহেন্দিগঞ্জে কোস্ট গার্ডের খাদ্য সামগ্রী বিতরণ।

মোঃ ইব্রাহিম, মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ দেশে চলমান মহামারী করোনা পরিস্থিতিতে দেশের মানুষকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে সরকার। আর এই করোনা ভাইরাস বাচতে গিয়ে সংসার চালাতে আরেক মহা বিপদে নিম্ম আয়ের শ্রমজীবী মানুষ। এ পরিস্থিতিতে মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ও গোবিন্দপুর ইউনিয়নের দরিদ্র, কর্মহীন ১১৫ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছে বাংলাদেশ কোষ্টগার্ডের দক্ষিন জোনের কালিগঞ্জ ষ্টেশন। মঙ্গলবার বিকালে বাংলাদেশ কোষ্টগার্ড দক্ষিণ জোনের কালীগঞ্জ ও উলানিয়া বিসিজি ষ্টেশনের পেটি অফিসার মোঃ রজব আলীর নেতৃত্বে কোষ্টগার্ড বাহিনীর উপস্থিতে ও গোবিন্দ পুর ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা শামসুদ্দিন মেম্বার এর তত্ত্বাবধানে ওই এলাকার ১১৫ টি হতদরিদ্র কর্মহীন দিনমজুর পরিবারের মাঝে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি সোয়াবিন তৈল, ১কেজি চিনি,১ কেজি লবন, ১পিস সাবান, বিতরন করা হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest