জলঢাকায় ৫৮ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক-০২

প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২০

জলঢাকায় ৫৮ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক-০২
হারুন অর রশিদ জলঢাকা(নিলফামারী) প্রতিনিধিঃ নিলফামারী জলঢাকায় ৬৮ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ দুই জনতে আটক করেছে জলঢাকা থানা পুলিশ। নীলফামারী সদর সার্কেল জনাব মোঃ রুহুল আমীন এর নেতৃত্বে অফিসার ইনচার্জ জনাব মোঃ মোস্তাফিজুর রহমান,পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ফজলুর রহমান, এসআই মোঃ মোস্তাছির বিল্লাহ, এএসআই মোঃ রেজাউল হক, এএসআই শ্রী নারায়ন কুমার রায়, কনষ্টেবল মোঃ মেহেদী হাসান সহ ০২/০৪/২০২০ তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে জলঢাকা থানার গোলমুন্ডা ইউনিয়নের বুড়িতিস্তা নদীর দুর্গম চরের হলদীবাড়ী গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন এবং ৫৮ বোতল ফেন্সিডিলসহ দুই আসামী ১। মোঃ একরামুল হক (৩৫), ২। মোঃ সাফিন মিয়া (২২) উভয়ের পিতা মোঃ আব্দুর রহমান, কে আটক করেন। তারা উভয়েই হলদীবাড়ী ০৮নং ওয়ার্ড, জলঢাকা, উপজেলার বাসিন্দা। জানাগেছে, আসামী  নিজ বসতঘরে ভারতীয় প্রস্তুতকৃত মাদকদ্রব্য ফেনসিডিল গনণা করতেছিল। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে,পার্শ্ববর্তী হাতিবান্ধা থানা এলাকার মাদক ব্যবসায়ীদের নিকট হতে ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ বসতঘরে গননা করতেছিল। আসামীদ্বয়ের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন বলে সাংবাদিকদের নিশ্চিত করেছে অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest