ওমর ফারুক, ব্যুরো প্রধান, রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় অবস্থায় আব্দুর রাজ্জাক (৪০) নামের এক হাজতীর মৃত্যু হয়েছে। তিনি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শেকেরচর এলাকার আমজাদ হোসেনের ছেলে। আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে রামেক হাসপাতালের প্রিজন সেলে তার মৃত্যু হয়। ওই হাজতী মাদকাসক্ত ছিল ও নিউমোনিয়ায় ভুগছিল। এ তথ্য নিশ্চিত করে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদুর রহমান জানান, চলতি মাসের ১ এপ্রিল রাজশাহী কারাগারে থাকা অবস্থায় হাজতী রাজ্জাক অসুস্থ হয়ে পড়ে। তাকে তাৎক্ষণিক রামেক হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিউমোনিয়ায় আজ শুক্রবার সকাল সাড়ে আটটায় তার মৃত্যু হয়। সে মাদকাসক্ত ছিল। বর্তমানে তার লাশ মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।