দুই হাজার পরিবারের বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দিলো আমতলী পৌর মেয়র

প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২০

দুই হাজার পরিবারের বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দিলো আমতলী পৌর মেয়র
মোঃ হাইরাজ বরগুনা প্রতিনিধি:-  বরগুনার আমতলীতে করোনা ভাইরাসের সংক্রমণ ঝুকি এড়াতে পৌরসভার দুই হাজার পরিবারের বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দিলো পৌর মেয়র মতিয়ার রহমান। শুক্রবার (০৩ এপ্রিল) বেলা ১১ টার দিকে পৌর ভবনের সামনে এ খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান ও উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন। পৌরসভার দুই হাজার হতদরিদ্র, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে দশ কেজি চাল, দুই কেজি আলু,এক কেজি ডাল,দুই কেজি পিয়াজ ও একটি করে সাবান বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবর রহমান,আমতলী থানার ওসি শাহ আলম, নৌ বাহিনীর কর্মকর্তাসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃত্বে বৃন্দ। পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, জনসমাগম ও সামাজিক দূরত্ব এড়াতে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সকল হতদরিদ্র, দুস্থ ও অসহায় পরিবারের বাড়িতে আমি নিজে গিয়ে এ খাদ্য সামগ্রী বিতারণ করি।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest