মোঃ জসিম উদ্দিন,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশ যখন লকডাউনে নিজ বাসায় অবস্থান করছে। দিশেহারা হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষগুলো। এ সকল মানুষের খাদ্য সংকট দেখা দেওয়ায় সকাল থেকে রাত পর্যন্ত তাদের বাড়িতে বাজার পৌঁছে দিয়েছে দুমকি থানার অফিসার ইনচার্জ ও মোঃ মেহেদী হাসান। ১০ দিনের চাল, আলু, মুসুরের ডাল, পিয়াজ, সোয়াবিন তেল। তিনি আরও বলেন, বিভিন্ন এলাকার মোরে মোরে আমরা টহল জোরদার করেছি। সব সময় টহল গাড়ি ঘুরে ঘুরে তথ্য নেয়। যাতে তারা ঘর থেকে বের না হয় তার জন্য সকলকে অনুরোধ করেছি। সবাই সচেতন হলে এই দূর্যোগ মোকাবিলায় আমরা জয়ী হতে পারবো ইনশাআল্লাহ।