করোনায় কর্মহীন হওয়া নর সুন্দর ও হিজরাদের মাঝে খাদ্যসামগ্রী বিতারন

প্রকাশিত: ১১:০৬ পূর্বাহ্ণ, এপ্রিল ৫, ২০২০

করোনায় কর্মহীন হওয়া নর সুন্দর ও হিজরাদের মাঝে খাদ্যসামগ্রী বিতারন
মোঃ হাইরাজ বরগুনা প্রতিনিধি :-  বরগুনার তালতলীতে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া নর সুন্দর ও হিজরা ও মুচিদের মাঝে, উপজেলা পরিষদের পক্ষ থেকে খাবার বিতরণ করা হয়েছ। (০৪ মার্চ)শনিবার বিকেলে ৫.৩০.উপজেলা পরিষদের সামনে সামাজিক দুরত্ব বজায় রেখে ৬৫ জন নরসুন্দর ৫ জন হিজরা ও ৩ জন মুচির মাঝে চাল ডাল আলু সাবান ও মাস্ক বিতারন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মো. রেজবি-উল- কবির, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো.সেলিম মিঞা , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিঞা মোস্তাফিজুর রহমান মোস্তাক, তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কামরুল আহসান, এ সময় উপজেলা চেয়ারম্যান মো. রেজবি-উল- কবির বলেন করোনাভাইরাস বিশ্বব্যাপী মহামারিতে রূপ নিয়েছে। বাংলাদেশেও এর সংক্রমণ বাড়ছে। এ অবস্থায় প্রত্যেকেসরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এতেই সংক্রমণ থেকে বাঁচা সম্ভব। তিনি বলেন, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে জনসচেতনতার পাশাপাশি প্রবাসফেরতদের অবশ্যই হোম কোয়ারেন্টিন থাকতে হবে। করোনাভাইরাস শূন্যের কোটায় নাআসা পর্যন্ত এলাকার কর্মহীন হতদরিদ্র একজন মানুষও না খেয়ে থাকবে না। করোনা পরিস্থিতিতে কোনো মানুষ খাদ্য বা অন্য যেকোনো বিষয়ে সমস্যায় থাকলে তাকে জানানোর অনুরোধ জানিয়ে তিনি আরে বলেন, সংকটময় সময়ে খবর পেলেই প্রয়োজনীয় সামগ্রী নিয়ে সমস্যায় থাকা মানুষের বাসা-বাড়িতে পৌঁছে যাবে।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest